করোনা ভাইরাস একে একে গ্রাস করে নিচ্ছে গোটা বিশ্বকে। মারাত্মক রকমের ছোঁয়াচে এই ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় নিজেকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা, সুস্থ রাখা। সকলের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা। বলা হয়েছে কিছু সময় পরপর স্যানিটাজার বা হ্যান্ডওয়াশ দিয়ে বার বার হাত ধোওয়ার। যদিও বিষয় স্বাস্থ্য় সংস্থা (WHO) সবাইকে সতর্ক করে জানিয়েছে করোনা ভাইরাস ছড়াতে পারে টাকা পয়সা থেকেও।
WHO জানিয়েছে নিয়মিত হাত ধুলেও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী টাকার নোট এভাবে পরিষ্কার করা সম্ভব না, যার মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে সংক্ৰমণ। এই আশঙ্কার সপক্ষে যুক্তি হিসেবে WHO বলেছে:
১) ২০১৪ সালে এক গবেষণায় ভারতীয় ও আমেরিকান ডলারে প্রায় তিন হাজার ব্যাকটেরিয়া খুঁজে পেয়েছিলেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
২) ২০১৫ সালে লখনউ এর কিং জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি বিভাগের গবেষণায় টাকার নোট ও কয়েন পরীক্ষা করে বিভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়া ও ছত্রাক এর উপস্থিতি জানা গেছে।
তাই নিজেদের সুরক্ষিত রাখতে WHO নির্দেশ দিয়েছে ডিজিটাল পেমেন্টের জন্য। অথবা নোট ব্যবহারের পর হাত স্যানিটাইজ করতে হবে।
আরও পড়ুনঃ প্রথম থেকে নবম এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই পাসের সিদ্ধান্ত
(This story has not been edited by Sangbad Ekalavya staff and is auto-generated from a syndicated feed.)
আরও পড়ুনঃ প্রথম থেকে নবম এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই পাসের সিদ্ধান্ত
Social Plugin