pic source: TOI
বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল ভারত। ভারতের জঘন্য বোলিং ও ফিল্ডিং-এর জেরে অস্ট্রেলিয়া বিশাল রান খাড়া করে। জবাবে, একে একে ব্যাট হাতেও ব্যর্থ হয় ভারতীয় মহিলা টিম। এর জেরেই পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। 
তবে বিশ্বকাপ ফাইনালে ভারত হারলেও মেলবোর্নে মাঠে নামতেই রেকর্ড গড়লেন শেফালি। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক শেফালি ভার্মার। সর্বকনিষ্ঠ মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার রেকর্ড গড়েন তিনি। সাথে সাথে ছেলে ও মেয়ে উভয় ক্রিকেটেই বিশ্বকাপ ফাইনালে সর্বকনিষ্ঠ ক্রিকেটার তিনি।  তাঁর বয়স মাত্র ১৬ বছর ৪০ দিন। 

২০১৩ সালে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপে খেলে ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেটার শাকুয়ানা কুইনটাইন এ রেকর্ড গড়েছিলেন। তবে, এবার শাকুয়ানাকে ছাপিয়ে সেই রেকর্ড ভারতের শেফালির।