বিশ্ব নারী দিবস ও বসন্ত উৎসব পালন করলো নিগমনগর শিশুতীর্থ 

অনুপম মোদক, নিগমনগর, ৮ -ই মার্চ ২০২০ :
আজ নিগমনগর শিশুতীর্থে বিশ্ব নারী দিবস ও বসন্ত উৎসব ঘটা করে পালিত হলো। 

বিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রীর মায়েরা উপস্থিত হন এবং নারী দিবস এর তাৎপর্য আলোচনা সহ নিজেদের অধিকার প্রতিষ্ঠা করবার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ হোন। সাথে কোকিলের সুরে বসন্তের আগমনকে স্বাগত জানিয়ে বিদ্যালয় এ বসন্ত উৎসব পালিত হয়।

অভিভাবিকারা সংগীত , নাচ ও আবৃত্তির মাধ্যমে একে অপরকে রঙে রাঙিয়ে দিয়ে বসন্ত উৎসব পালন করেন।

উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বেসরকারি বিদ্যালয় কল্যাণ সমিতির জেলা সম্পাদক মাননীয় শ্রী সুকান্ত ভট্টাচার্য মহাশয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালন কমিটির সম্পাদক যাদব নাহা শিক্ষক দীপক পাল ও পরিচালন কমিটির সভাপতি শ্রী অজয় সাহা মহাশয়।

বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শ্রী মনিন্দ্র নাথ রায় বলেন, " আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে নারীজাতির অধিকার প্রতিষ্ঠিত করবার লড়াইয়ের অঙ্গীকার ও রবি ঠাকুরের তালে তাল মিলিয়ে আমাদের বিদ্যালয় কে রাঙিয়ে দিয়ে বসন্ত উৎসব পালন করা হয় "। 

অভিভাবিকারা দীর্ঘ কিছুদিন যাবৎ এই অনুষ্ঠানকে সার্থক করবার উদ্দেশ্যে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং নিজেদের মধ্যে আলোচনার পর মাদার্স এসোসিয়েশন গঠন করা হয়।