রঙবালিকা
অভিজিৎ বাগচী

বসন্ত তোর দুয়ারে ডাকে
রঙ মাখনা মেয়ে,
উদাস বাউলের গেরুয়াই মাখ,
রঙ পাখনা চেয়ে!

বসন্ত ভারি উতলা আজিকে
রঙ বাহারি সুর তুলে,
রঙকন্যা, বেশ মানাবে তোকে!
যা না, ব্যথা, নির্বাক ভুলে!

রঙবালিকার রঙ কেড়েছে
রঙবাজের ওই পেশীকায় ক্ষোভ,
ফিকে করেছে সারল্যের রঙ-
পিশাচ দুনিয়ার দুর্নিবার লোভ!

শুধু বসন্তের রঙ্গরঙে
ভরবে না হয় মেয়ের গাল,
জীবন রঙিন হবে কিনা-
কেউ রাখেনি তার খেয়াল!

পরিয়ে দেনা রক্তজবা,
ওর শক্তি-সাহস জোগাবে,
প্রতিবাদের রঙেই রাঙাবে মেয়ে
গোটা বিশ্ব-কন্যাকে জাগাবে!



মেঘের ভেলাঅনলাইন সাহিত্য পত্রিকায় আপনার লেখা পাঠাতে
যোগাযোগ করুন