![]() |
pic source: livemint |
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সমস্ত সেবিংস অ্যাকাউন্টের জন্য সুখবর। এখন থেকে আর কোনও সেভিংস অ্যাকাউন্টেই ন্যুনতম ব্যালান্স রাখা বাধ্যতামূলক নয়। আগে ন্যুনতম ব্যালান্স না রাখার জন্য যে জরিমানা ধার্য করা হয়েছিল, তা মকুব করে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই সিদ্ধান্তের জেরে SBI-এর ৪৪ কোটি ৫১ লক্ষ সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকরা উপকৃত হবেন। এতদিন মেট্রো শহরগুলিতে সেভিংস অ্যাকাউন্টে ন্যুনতম ৩ হাজার টাকা, শহরতলি এলাকায় ২ হাজার টাকা ও গ্রামাঞ্চলে ১,০০০ টাকা রাখা ছিল বাধ্যতামূলক। এই ন্যুনতম অর্থ অ্যাকাউন্টে না রাখলে জরিমানা দিতে হত স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের। কিন্তু, তা আর লাগবে না বলেই জানা গেছে।
এই সিদ্ধান্তে হাসি ফুটবে গ্রাহকদের মুখে। এর ফলে ব্যাঙ্কের প্রতি গ্রাহকদের আস্থাও বাড়বে বলে জানান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-এর চেয়ারম্যান রজনীশ কুমার।
একইসঙ্গে এসএমএস-এর জন্য একটা চার্জও কাটা হতো গ্রাহকদের থেকে, যা এ দিন মকুব করে দেওয়া হয়েছে।
এই সিধান্তের জেরে গ্রাহকদের মুখে হাসি ফুটবে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষেরা যাদের টাকার পরিমাণ সিমীত তাঁরা বেশি উপকৃত হবে বলে মনে করছে বিশিষ্ট মহল।
Social Plugin