খুবই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হলো উচ্চমাধ‍্যমিক পরীক্ষা 

SER-10, ময়নাগুড়ি, ১২ই মার্চ: আজকে ১২ মার্চ থেকে শুরু হলো এবছরের উচ্চ মাধ্যমিক  পরীক্ষা এবং চলবে ২৭শে মার্চ পযর্ন্ত। এবছর জলপাইগুড়ি জেলার মোট পরীক্ষার্থী উনিশ হাজার ছয়শো পঁচিশ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৮১৩৬ ও ছাত্রির সংখ্যা ১১৪৮৯ জন।  

প্রধান ভেন্যু থাকছে সতেরোটি। এই ভেন্যুগুলির অধীনে ৭২টি সেন্টার রয়েছে। এবং স্পর্শকাতর ভেন্যুগুলোতে সিসি ক‍্যামেরা ও ভিডিও গ্রাফির ব‍্যবস্থা থাকছে। ময়নাগুড়ির বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পূর্ণ করতে খুবই কড়াকড়ি ভাবে চলছে নজরদারী ও প্রত‍্যেকটি ছাত্রের সম্পূর্ণ শরীর চেক চলছে মেটাল ডিরেক্টর দিয়ে। ময়নাগুড়ি সহীদগড় উচ্চ বিদ‍্যালয়ের স্কুল কর্তৃপক্ষের তরফে জানা যায়, মোবাইল সহ যে কোন ইলেক্ট্রনিক যন্ত্র নিয়ে স্কুলের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে এই মেটাল ডিরেক্টর যন্ত্রে তা স্পষ্ট ভাবে বোঝা যাবে।