করোনা ভাইরাসের মরন কামড়ে বিশ্ববাসী রীতিমত আতঙ্কিত, সংক্রামিত। সোশ্যাল মিডিয়াতে রোগ সংক্রান্ত ও তার প্রতিকার নিয়ে প্রচুর ভুল খবর ছড়াচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই লোকজনের মধ্যে একটা ভ্রান্ত ধারণার তৈরি হয়েছে। আর তাই করোনা নিয়ে রিলায়েন্স জিও এক অভিনব উদ্যোগ নিলো।
রিলায়েন্স জিও এবার গ্রাহকদের জন্য চালু করল My Jio Coronavirus Tool ৷ যা পাওয়া যাবে MyJio অ্যাপের পাশাপাশি Jio.com অফিশিয়াল ওয়েবসাইটেও৷ যা শুধু জিও গ্রাহকরাই নন, বাকিরাও এই COVID-19 diagnostic tool ব্যবহার করতে পাইবেন। তার জন্য অবশ্য MyJio অ্যাপ ডাউনলোড করতে হবে তাদের। করোনা ভাইরাসের লক্ষণগুলি যাতে আরও সহজে ধরা পরে তার জন্যই জিও এর এই উদ্যোগ। বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে এই পরীক্ষা করতে পারবেন গ্রাহকরা।
Social Plugin