pic source: wbpsc.gov.n

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দফতরে ইন্সপেক্টর অফ লিগ্যাল মেটরোলজি পদে নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আগামী ১১ মার্চ পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া।

শূন্যপদ : ১৭ (OBC-A: ২, SC: ৪, OBC- B: ১, ST: ১ এবং PWD: 

শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সায়েন্স (যার মধ্যে যে একটি পেপার ফিজিক্স হতে হবে), টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক হতে হবে। এছাড়া ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকলেও চলবে।

বয়স: ০১.০১.২০২০ অনুযায়ী সর্বোচ্চ বয়স ৩৬ বছর। সংরক্ষিত প্রার্থীদের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।

আবেদন ফি: প্রার্থীদেরকে ১৬০ টাকা আবেদন ফি জমা করতে হবে।SC/ST/বিশেষভাবে সক্ষম (৪০ শতাংশ বা তার বেশি) প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।

বিস্তারিত জানতে ক্লিক করুন