pic source: business standard
বিবিসির বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরষ্কার জিতে নিলেন ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু।থমবারের মত এবারই বিবিসি ভারতের সেরা নারী ক্রীড়াবিদের পুরষ্কার দিয়েছে, যা জিতে নিলেন সিন্ধু। 

প্রথম ভারতীয় হিসেবে ২০১৯ সালে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন পি ভি সিন্ধু। সিন্ধুর মোট পাঁচটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক আছে। প্রথম ভারতীয় একক ব্যাডমিন্টন খেলোয়াড় অলিম্পিকে রুপো জিতেছেন। 

পুরষ্কার জিতে সিন্ধু বলেন, “এই ধরণের পুরষ্কার আমাদের ও আমাদের দেশের মেয়েদের অনুপ্রেরণা জোগায়। আমি সকল নারী ক্রীড়াবিদদের বলতে চাই, পরিশ্রমই সবকিছুর মূলে আছে। আমি নিশ্চিত আগামীতে ভারত থেকে আরো অনেক মেয়ে অনেক কিছু জিতবে।”

দিল্লীতে আয়োজিত বিবিসির এই পুরষ্কার প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ক্রীড়াবিদ, ক্রীড়া লেখক ও আরো অনেকে।