করোনা আতঙ্কে সারা রাজ‍্য। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় সারা রাজ‍্যে সকল প্রাথমিক, মাধ‍্যমিক, উচ্চ মাধ‍্যমিকসহ সকল সরকারী শিক্ষা প্রতিষ্ঠান, স্মৃতিশৌধ, সংগ্রহশালা বন্ধের নির্দেশিকা জারি করেছে। গতকাল জরুরী বৈঠকে রাজ‍্যে ১৮৯৭ সালের আইন লাগু করার কথাও ঘোষনা করেন তিনি। ইতিমধ‍্যে, জন সমাগম এড়ানোর জন‍্য বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক দল গুলিও সভা, মিছিল, সমাবেশ স্থগিত রেখেছে। 

সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ী অঞ্চলের বেশ কিছু নার্সারি স্কুল করোনা-র জেরে সরকারী বিজ্ঞপ্তিতে মান‍্যতা দিয়ে ছুটি ঘোষনা করল। জানা গেছে, বেশ কয়েকটি নার্সারি স্কুলের প্রধান শিক্ষকেরা মিটিং করে এই সিদ্ধান্ত নিয়েছে। ওকড়াবাড়ী এলাকার ওকড়াবাড়ী নব শিশু শিক্ষালয়, নবোদয় গুরুকুল কিডজি, ওকড়াবাড়ী শিশু শিক্ষালয়, সহজপাঠ বিদ‍্যানিকেতন, চিলড্রেন প‍্যারাডাইস, রবীন্দ্র নজরুল কেজি স্কুল, হ‍্যাপি চাইল্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকা প্রতিনিধি উপস্থিত থেকে এই সিদ্ধান্ত নিয়েছে। এমনকি নার্সারি স্কুল গুলোর পরীক্ষা ও নানাবিধ অনুষ্ঠান স্থগিত রাখছে স্কুল গুলি। কোরানা মোকাবিলায় জনসমাগম এড়াতে এই সিদ্ধান্ত।  

চলভাষে নবোদয় গুরুকুল কিডজির সহ প্রধান শিক্ষক আরিফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, করোনার প্রকোপ যেভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছে তা অত‍্যন্ত চিন্তার। সরকারী ভাবে জন সমাগম এড়াতে অনুরোধ করা হয়েছে ও রাজ‍্য সরকারের বিদ‍্যালয় ছুটির বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করেই এলাকার সুপ্রাচীন শিক্ষক আব্দুল জলিল মহাশয়ের নেতৃত্বেই এই আলোচনা সভায় ৩১শে মার্চ পর্যন্ত বিদ‍্যালয় ছুটি রাখা হয়েছে। সাথে সাথে বাচ্চাদের সচেতন ও সতর্ক থাকতে প্রয়োজনীয় তথ‍্য জানিয়ে দেওয়া হয়েছে। 

অন‍্যদিকে, অভিভাবক-অভিভাবিকাদের একাংশ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে।