করোনা আতঙ্কে সারা দেশ। এমনকি পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের খবর আছে। এনিয়ে সারা রাজ্যের মানুষ আতঙ্কিত। চারিদিকে করোনা উপসর্গ জানতে পারলেই আতঙ্কিত হচ্ছে মানুষ।
এরই মাঝে দিনহাটা হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তির খবর একটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার সাথে সাথেই সাধারন জনমানসে আতঙ্কের সৃষ্টি করে। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে শুরু করে হোয়াটস অ্যাপ পর্যন্ত আতঙ্ক নিয়ে মানুষের পোস্ট লক্ষ করা যায়।
কার্যত এর পরেই দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ও হাসপাতাল সুপার ইনটেনডেন্ট রঞ্জিত মণ্ডল প্রত্যেকেই জানান করোনা আক্রান্তের কোনও রোগী দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি নেই।
সাথে সাথে করোনা সংক্রমণ রুখতে সকলকে সরকারী নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেন।
জানা গেছে, যে চারজন ভর্তি হওয়া নিয়ে এই গুজব ছড়িয়েছে তাঁরা কেউ রাজস্থান কেউ কেরল বা বেঙ্গালুরু থেকে এসেছে। জ্বর, সর্দি, কাশি নিয়ে তাঁরা ভর্তি হয়েছে হাসপাতালে। করোনার পজিটিভ লক্ষন ধরা পড়েনি।
Social Plugin