মাছির মাধ্যমে ছড়াতে পারে করোনা। চিনে এই বিষয়ের ওপর গবেষণা হয়েছে। বিশ্বের সবথেকে পুরনো মেডিক্যাল ম্যাগাজিন 'ল্যান্সেট'-প্রকাশিত রিপোর্ট বলা হয়েছে,মাছির মাধ্যমে করোনা-আক্রান্ত ব্যক্তির মল থেকে অন্য ব্যক্তির ওপর এই ভাইরাস সংক্রমিত হতে পারে। 

ম্যাগাজিনের ওই রিপোর্ট উদ্ধৃত করে মাছি থেকেও কিভাবে ছড়াতে পারে নোভেল করোনা ভাইরাস সংক্রমণ তাঁর একটি ভিডিও ট্যুইট করেছেন অমিতাভ বচ্চন। গবেষণাকে উল্লেখ করে বলেছেন, মানুষের শ্বাস-প্রশ্বাসের চেয়ে করোনাভাইরাস অনেকক্ষণ বেশি বেঁচে থাকতে পারে শরীর থেকে নিষ্ক্রমিত মলে। কোনও মাছি প্রথমে খোলা জায়গায় করোনা আক্রান্তের ত্যাগ করা মলের ওপর বসে সেখান থেকে কোনও খাবারের ওপর গিয়ে বসে, তাহলে ভাইরাস সংক্রমিত হতে পারে। 

অমিতাভের টুইটের পর রিটুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।