#Press #conference by Union Finance Minister #Nirmala #Sitharaman

করোনার জেরে দেশ জুড়ে ২১দিনের লক ডাউন জারি করেছে কেন্দ্র সরকার। এর মাঝেই বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ দুপর ১টায় সাংবাদিক বৈঠক করেন। 

১. তিনি করোনার জেরে ১ লক্ষ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করল। করোনা আক্রান্তদের জন্য রয়েছে ৫০ লক্ষ টাকার বিমা। দরিদ্র ও দিন মজুরদের কথা মাথায় রেখে এই প্যাকেজ, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।

২. সাথে সাথে যাতে কেউ অভুক্ত না থাকেন তাই ৮০ কোটি দরিদ্রের জন্য অন্নধন যোজনা ও আগামী ৩ মাসে ৫ কেজি করে বাড়তি চাল-আটা, ১ কেজি করে ডাল দেওয়ার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। 

৩. চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার বীমা ঘোষণা করলেন অর্থমন্ত্রী। করোনার সৈনিক হিসেবে উল্লেখ করলেন তাঁদের।

৪. ৮.৭ কোটি কৃষককে অগ্রিম ২০০০ টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির অধীনে এপ্রিলের প্রথম সপ্তাহেই দেওয়া হবে এই টাকা।

৫. আগামী তিন মাস বয়স্কদের জন্য ১০০০ টাকা করে দেওয়া হবে।

৬. ৮.৩ কোটি গরিব পরিবারকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। 


৭. ১০০ দিনের কাজে মজুরি ১৮২ টাকা থেকে বেড়ে হল ২০২ টাকা।মহিলাদের জন্য ৩ মাস করে মিলবে ৫০০টাকা করে। এককালীন দেওয়া হবে ২ কিস্তিতে ১০০০ টাকা।


৮. ১০০ জন এর কম কর্মী আছে এমন সংস্থার কর্মীদের পিএফ দেবে কেন্দ্র।

৯. মাসিক১৫,০০০-এর কম বেতনভুক কর্মচারীদের পিএফ দেবে কেন্দ্র।

আসছে বিস্তারিত ................