দেশ জুড়ে লক ডাউনের জেরে প্রচুর মানুষ আটকে আছে ভিনরাজ্যে। ভিনরাজ্যের মানুষেরা যাতায়ত ব্যবস্থা না পেয়ে দল বেঁধে এক রাজ্য থেকে অন্য রাজ্য যাচ্ছেন, যাতে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রবল আশঙ্কা। গা ঢাকা দিয়ে পণ্য পরিবহনকারী ট্রাকের মধ্যেও রাজ্যের সীমা পার করছেন তাঁরা। লক ডাউনের জেরে রুটি-রুজি বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের ফিরতে হচ্ছে গ্রামে। ফলে তাঁদের একাধিক ব্যক্তির সংস্পর্শে আসার সম্ভাবনা থেকেই যায়। এই পরিস্থিতিতে বাড়ছে গোষ্ঠী সংক্রমণের আশ্ঙ্কা। তাই, কেন্দ্রীয় সরকার ঠিকা শ্রমিকদের ভিন রাজ্যের কর্মক্ষেত্র থেকে নিজ রাজ্যে ফিরে যাওয়া রুখতে সমস্ত রাজ্য প্রশাসনকে নির্দেশ দিল।
স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ, এই শ্রমিকদের যেন রাজ্য সরকারের তরফে খাবার, জল ইত্যাদি দেওয়া হয়, যাতে তাঁরা অন্য কোনও রাজ্যে না যায়। সেই সঙ্গে ত্রাণ শিবির তৈরির নির্দেশও দিয়েছে মন্ত্রক।