অরবিন্দ শর্মা, বুড়িরহাট বাজারঃ 

লক ডাউন জারি হয়েছে গোটা দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে প্রকাশিত একাধিক নির্দেশাবলীর মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা অন্যতম। ইতিমধ্যে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু সবজি বাজার ঘুরে সুরক্ষা বলয় নিজ হাতেই এঁকে দিয়েছেন।

এর পরেও গ্রামীণ বাজার গুলোতে কিছুতেই সুরক্ষা বলয় মানা হচ্ছিল না বলে অভিযোগ উঠতে থাকে।সাধারণ মানুষ কিছুতেই লকডাউন বা সুরক্ষা বলয় না মানায় আতঙ্ক ছড়াতে থাকে ক্রমশঃ।  

এর পরেই কার্যত গ্রামীণ বাজার গুলোতে স্যোশাল ডিস্টান্সিং তৈরি করতে এগিয়ে এলো পুলিশ। আজ সকালে সাহেবগঞ্জ থানার পুলিশ বুড়িরহাট বাজারে  প্রতিটি অস্থায়ী দোকান গুলোকে নির্দিষ্ট দূরত্বে বসানোর ব্যবস্থা করে।

বিস্তারিত ভিডিওতে-