Latest News

6/recent/ticker-posts

Ad Code

"ন্যায়বিচারেরই জয় হয়েছে।": প্রধানমন্ত্রী

pic source: twitter 

দীর্ঘ সাত বছর পর নির্ভয়া কান্ডের দোষীদের সাজা কার্যকর হল আজ ভোর ৫টা ৩০ মিনিটে। মধ্যরাতের ক্ষমা ভিক্ষার আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আজ ভোর সাড়ে পাঁচটায় তিহার জেলে ফাঁসিতে ঝোলানো হল পবন গুপ্তা, মুকেশ সিং, অক্ষয় ঠাকুর ও বিনয় শর্মা চার দোষীকে। 

নির্ভয়া মামলার আসামিদের ফাঁসির প্রসঙ্গে দেশের প্রধানমন্ত্রী টুইট করে জানালেন, "ন্যায় বিচারেরই জয় হয়েছে। নারীর মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করার জন্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের নারীশক্তি সর্বক্ষেত্রে দক্ষতা অর্জন করছে। আমরা একসঙ্গে এমন একটি দেশ গঠনের স্বপ্ন দেখছি যেখানে নারীর ক্ষমতায়নের দিকে মনোনিবেশ করা হয়েছে, যেখানে সমতা রক্ষায় জোর দেওয়া হচ্ছে"। শুক্রবার ফাঁসি কার্যকর হবার পর এই টুইট করেন তিনি।

Ad Code