pic source: twitter 

সময় যতই গড়াচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা ততই বাড়ছে ভারতে। ইতিমধ্যে করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। ভারতে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ক্রমশই বাড়ছে। সেই সঙ্গে এই আতঙ্ক বাড়াতে অনুঘটক রুপে কাজ করছে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো কিছু ফেক নিউজ ও বিভ্রান্তকর তথ্য। এই সব ভ্রান্ত তথ্য যাতে ছড়িয়ে না পড়ে এবং মানুষের মনে ভয় না বাড়ায় তার জন্য সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় সরকার। MyGov Corona Helpdesk নামে হোয়াটসঅ্যাপে চ্যাটবোট এনেছে কেন্দ্রীয় সরকার। 

আপনাকে প্রথমে 9013151515 নম্বর মোবাইলে সেভ করে নিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে করোনা সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসা করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আপনার প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে দেওয়া হবে। অটোমেটেড উত্তরই আপনার কাছে আসবে। করোনা নিয়ে সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্যই কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ।
সাথে সাথে করোনাভাইরাস ন্যাশনাল হেল্পলাইন নম্বরটি হল 11-23978046 এবং টোল ফ্রি নম্বরটি হল 1075। এই নিয়ে একটি অফিশিয়াল ইমেল আইডিও বানানো হয়েছে, সেটি হল ncov2019@gov.in। করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে বিশদে জানতে কেন্দ্রীয় সরকারের হেল্প ডেস্কের সাথে যোগাযোগ করার জন্য বারবার বলা হয়েছে। 

গতকাল করোনা নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২শে মার্চ 'জনতা কার্ফু' পালন করার ডাক দেন। সাথে সাথে তিনি স্বীকার করে নেন সারা পৃথিবী আজ করোনার কবলে। প্রধানমন্ত্রী মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।