গত বৃহস্পতিবার এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২২ মার্চ রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত 'জনতা কারফিউ'। উদ্দেশ্য করোনার ভয়াবহতার থেকে নিজেকে ও নিজের প্রিয়জনদের নিরাপদ রাখা। মোদির সে উদ্দেশ্য যে অনেকটাই সফল সেটা রবিবারের সকাল দেখলেই বোঝা যাচ্ছে।

      কোরোনা ভাইরাস নিয়ে রীতিমতো আতঙ্কিত মানুষ এগিয়ে এসেছে এই 'জনতা কারফিউ' সফল করতে। দিনহাটা শহরের সাথে সাথে শহর ঘেষা নিগমনগর আজ রীতিমতো বনধের চেহারা নিয়েছে। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত রাস্তাঘাটে দেখা মেলেনি কোনো মানুষজনের। চলছে না কোনো গাড়ি। দোকানপাট সব বন্ধ। কার্যত সবাই নিজেকে ঘরবন্দী করে রেখেছেন।