![]() |
PIC SOURCE:INTERNET |
করোনা ভাইরাসের জেরে স্থগিত করে দেওয়া হলো সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। বুধবার মানবসম্পদ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এক বৈঠকের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
যদিও এখনো পর্যন্ত পরবর্তী পরীক্ষার জন্য কোন রকম তারিখ ঘোষণা করেনি সংশ্লিষ্ট দপ্তর।সিবিএসসির তরফে জানানো হয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণির যে পরীক্ষা নেওয়া কথা ছিল ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত, তা আপাতভাবে বাতিল করা হয়েছে৷ ৩১ মার্চের পর নতুন নির্ঘন্ট দেওয়া হবে৷
All ongoing examinations, including that of CBSE (Central Board of Secondary Education) & university exams, may be rescheduled after March 31: Ministry of Human Resource Development pic.twitter.com/83Rb6NQzMn— ANI (@ANI) March 18, 2020
এদিকে করোনা রুখতে ইতিমধ্যেই একগুচ্ছ বিধি-নিষেধ জারি করেছে রাজ্য৷ নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা৷ আর বিশেষ ব্যবস্থা হিসেবে সপ্তম রাজ্য হিসাবে বাংলায় সমস্ত স্কুল-কলেজ ছুটি দেওয়ার ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর ও শিক্ষা দপ্তর৷ কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাওয়ার কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষা সূচি পরিবর্তন করা হয়নি রাজ্যের তরফে৷
কিন্তু, করোনার মতো মহামারি রুখতে বাংলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি বদলের দাবি আগেই উঠেছিল শিক্ষক মহলের তরফে৷ এবার কেন্দ্রের ঘোষণায় নতুন করে মাত্রা পেয়েছে সেই দাবি৷ প্রশ্ন উঠছে -পরীক্ষার্থী এবং শিক্ষকদের কি সংক্রমণের ভয় নেই? যেখানে বিচারাধীন আসামিদের কোর্টে না এনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানির ব্যবস্থার কথা বলা হচ্ছে, এমনকি ঘরে বসে অফিসের কাজ করার কথা বলা হচ্ছে- সেখানে এই পরীক্ষা চালানো কতটা যুক্তিযুক্ত সে কথাও শোনা যাচ্ছে স্যোশাল মিডিয়াতে।
Social Plugin