pic: the f.express

SER-10, ময়নাগুড়ি, ১৮ মার্চ: জলপাইগুড়ি জেলার মাল ব্লকের উত্তর ঝাড় মাটিয়ালি এলাকার এক নাবালক এবং ময়নাগুড়ি ব্লকের কালামাটি এলাকার এক নাবালিকা কিশোরীকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু তাদের ছেলে ও মেয়ে উভয়েই প্রাপ্ত বয়স্ক না হওয়ায় উভয় পরিবার এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে মুচলেখা দিয়ে  বিয়ে বন্ধ রাখার প্রতিশ্রুতি দেয় ।

জানা যায়, ছেলে এবং মেয়ের উভয়ের বিয়ের উপযুক্ত বয়স না হওয়ায় উভয় পক্ষ একসাথে বসে বোঝাপড়া করে এবং গ্রামবাসী ও পঞ্চায়েত সদস্যের সামনে লিখিত মুচলেখা দিয়ে বিয়ে বন্ধ রাখার প্রতিশ্রুতি দেন। 

মুচলেখায় উল্লেখ করা হয়, ছেলে এবং মেয়ে উভয়ের যতদিন বিয়ের উপযুক্ত বয়স না হয় ততদিন তারা নিজে নিজের বাড়িতে থাকবে। 

এই সিদ্ধান্তে উভয় পক্ষ রাজি হলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে লিখিত হয়। লিখিত হওয়ার পর উভয় পক্ষ তাদের ছেলে এবং মেয়েকে নিজের নিজের বাড়ি নিয়ে চলে যান।