Pic source: newsmen 

করোনার জেরে স্থগিত DA মামলার শুনানি। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে রাজ‍্য সরকারি কর্মচারীদের DA মামলার শুনানি ছিল এদিন কিন্তু করোনার জেরে তা স্থগিত হয়ে গেলো। উচ্চ আদালতের বার কাউন্সিলের নির্দেশ অনুযায়ী অ্যাডভোকেটদের কেউই মামলায় অংশগ্রহন করতে পারবে না। এর জেরেই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হল। 

রাজ‍্য সরকারি কর্মীরা ডিএ পাওয়ার নিরিখে কেন্দ্র সরকারী কর্মীরা তুলনায় অনেকটা পিছিয়ে। ন‍্যায‍্য ডিএ-এর দাবিতে আদালতের দ্বারস্থ হলে গত জুলাইয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল রায় দিলেও একটি রিভিউ পিটিশন দাখিল করে রাজ‍্য। এরপরে একের পর এক শুনানি চললেও রায়দান হয়নি। রাজ‍্য কারণ হিসেবে দেখিয়েছে রাজ‍্যের আর্থিক অনাটন। তা নিয়ে মামলা চলছেই কিন্তু করোনা-র জেরে পিছিয়ে দেওয়া হল মামলার শুনানি। আগামী ১৩ই মে সেই মামলার শুনানি হবে বলে জানা গেছে। এরজেরেই হতাশ রাজ‍্য সরকারী কর্মচারীরা।