pic from twitter video
করোনা আতঙ্কের জেরে স্তব্ধ বিশ্ব। আতঙ্কিত ভারতও। জ্রুরীকালীন সময়ে বৃহস্পতিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দ্যেশে ভাষণ দেন। এদিন তিনি সকল দেশ বাসীকে ২২শে মার্চ 'জনতা কার্ফু' পালন করার ডাক দেন। সেই ডাকা সাড়া পশ্চিমবঙ্গসহ সাড়া দেশেই পালিত হল 'জনতা কার্ফু'। এদিন তিনি আরও বলেন,করোনা সংক্রমণের রোগীদের যে বা যারা সেবা করে চলছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে সন্ধ্যা ৫টায় বাসন কাঁসর বা হাততালি বাজানোর আবেদন জানান। 

সেই ডাকে সাড়া দিল মানুষ। শঙ্খধ্বনি, কাঁসর, ঘণ্টা, উলুধ্বনি, থালা-চামচ, হাততালি, বাঁশি, গিটার - যে যা পেরেছেন বাজিয়েছেন। পাড়া থেকে অলিগলি সব সরগরম হয়ে ওঠে কয়েক মিনিটের জন্য। বাড়ির ছাদে, ব্যালকনিতে, রাস্তায় ভিড় করে চলে অভিনন্দন জ্ঞাপনের পালা। সাথে সাথে সরব হলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনেকড়। এদিন রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনেকড় সহ উপস্থিত সকলেই কাঁসর ও হাততালি দিয়ে প্রধানমন্ত্রীর ডাকে সরব হন।