প্রধানমন্ত্রী বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে জাতির উদ্দ্যেশে ভাষন দিয়ে রবিবার 'জনতা কার্ফু' পালনের ডাক দেন। সাথে সাথে বিকাল ৫টায় ৫ মিনিটের জন্য বাড়িতে কাঁসর, ঘন্টা, হাত তালি দিয়ে করোনা মোকাবিলায় পরিশ্রমীদের অভিনন্দন ও ধন্যবাদ জানানোর আহ্বান করেন।
সেইমতো সারা দেশ সরব হন আজ। সাথে সাথে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড় ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও সরব হন। তবে প্রধানমন্ত্রীর ডাকে সরব হতে গিয়ে কার্যত 'কার্ফু'-কেই ভুলে গেলেন মানুষ। যেখানে, এদিন রাস্তায়, বাজারে না বেরিয়ে মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী সেখানে একদল মানুষ কাসর, ঢাক, ঘন্টা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। এর জেরেই রাত ৯টা না বাজতেই 'কার্ফু' ব্যর্থ- সোশ্যাল মিডিয়া জুড়ে এমনি কথা শোনা যাচ্ছে।
এদিকে, এই মিছিলের লাইভ, ভিডিও, ছবি তুলতেও পিছপা হয়নি মানুষ। যদিও, সকাল থেকেই সুন্দর ভাবে 'জনতা কার্ফু'-তে গ্রামাঞ্চল থেকে শহর সর্বত্র সামিল হয়েছে মানুষ। বন্ধ ছিল দোকান-পাঠ। হাটে যায়নি মানুষ। চাষ থেকে আড্ডা সবটাই বন্ধ। সেখানে, বিকেলের মিছিল কার্যত ব্যর্থ করে দিল প্রধানমন্ত্রীর প্রচেষ্টাকে ? উঠছে প্রশ্ন। আসুন দেখে নেই তেমনি কিছু দৃশ্য-
আরও পড়ুনঃ অবশেষে করোনা (কোভিড ১৯) এর প্রতিষেধক আবিষ্কার- দাবী কিউবার
Social Plugin