করোনা মোকাবিলায় 'লক ডাউন'-এর পথেই হাঁটতে হল। সারা দেশে একে একে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এরকম পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফ থেকে আগেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে। সাথে সাথে একদিনে 'জনতা কার্ফু' পালন চলছে এর মাঝেই লক ডাউন করার সিদ্ধান্ত নেওয়া হল।
এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন এলাকা লক ডাউনের আওতায় পড়ছে-
১। কোচবিহার - জেলা শহর
২। আলিপুরদুয়ার - জেলা শহর, জওঁগাও শহর
৩। জলপাইগুড়ি - জেলা শহর
৪। কালিম্পং - জেলা শহর
৫। দার্জিলিং - দার্জিলিং, কারশিয়ং, শিলিগুড়ি শহর
৬। উত্তর দিনাজপুর - সারা জেলা
৭। দক্ষিন দিনাজপুর - জেলা শহর
৮। মালদা - সারা জেলা
৯। মুর্শিদাবাদ - সারা জেলা
১০। নদীয়া - সারা জেলা
১১। বীরভূম - পুরসভা এলাকা
১২। পশ্চিম বর্ধমান - সারা জেলা
১৩। পূর্ব বর্ধমান - জেলা শহর, কালনা শহর, কাটোয়া শহর
১৪। পুরুলিয়া - জেলা শহর
১৫। বাঁকুড়া - জেলা শহর, বারজরা শহর, বিষ্ণুপুর শহর
১৬। পশ্চিম মেদিনীপুর - জেলা শহর, খড়গপুর শহর, ঘাটাল শহর
১৭। ঝাড়গ্রাম - জেলা শহর
১৮। পূর্ব মেদিনীপুর - জেলা শহর, হলদিয়া শহর, দিঘা শহর, কোলাঘাট শহর, কাঁথি শহর
১৯। হাওড়া - সারা জেলা
২০। হুগলী - জেলা শহর, চন্দন নগর, কোন্ননগর, আরামবাগ, শ্রীরামপুর, উত্তরপাড়া শহর
২১। দক্ষিন চব্বিশ পরগণা - ডায়মন্ড হারবার, ক্যানিং, সোনাপুর, বারুইপুর,বজবজ, ভাঙড়, মহেশতলা,
২২। উত্তর চব্বিশ পরগণা - সল্টলেক, নিউটাউনসহ সকল পুরসভা এলাকা
Social Plugin