করোনার জেরে তিনগুণ বাড়ছে প্লাটফর্ম টিকিটের দাম। করোনা সর্তকতার জেরে স্টেশনে ভিড় সামাল দিতে বুধবার রাত থেকেই বাড়ানো হচ্ছে প্লাটফর্ম টিকিটের দাম। 

মালদহ ডিভিশনের গুরুত্বপূর্ন চার স্টেশন মালদহ টাউন, জামালপুর, ভাগলপুর ও সাহেবগঞ্জে প্লাটফর্ম টিকিটের দাম বেড়ে হচ্ছে ১০ টাকা থেকে ৩০ টাকা।

সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে স্টেশনে অবাঞ্ছিত লোক ঠেকাতেই এই ব্যবস্থা বলে জানিয়েছেন মালদহ ডিভিশনের ডিআরএম যতীন্দ্র কুমার।

প্রসঙ্গত করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রদেশের রতলামের প্ল্যাটফর্মের টিকিটের মূল্য ৫০ টাকা বৃদ্ধি পেল। স্টেশনগুলিতে ভিড় এড়াতে রেল প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। এই নতুন নিয়মটি মোট ১৩৫ টি স্টেশনে প্রয়োগ হবে।

রেল চত্বরে অতিরিক্ত লোকজন এড়াতে, আহমেদাবাদ-সহ গুজরাটের ১২টি রেলস্টেশনগুলির প্ল্যাটফর্মের টিকিটের দাম ১০ থেকে ৫০ টাকা অবধি বৃদ্ধি পেয়েছে। কারোনা ভাইরাস বা কোভিড-১৯ এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে পশ্চিম রেলপথ এই ব্যবস্থা নিয়েছে। 

ওয়েস্টইস্টার্ন রেলওয়ে আহমেদাবাদ বিভাগ সোমবার সন্ধ্যায় এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত নিয়েছে যে "করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে"।

সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজফিড থেকে সংগৃহীত।