মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস নিজ পদ থেকে ইস্তাফা দিলেন। আগামীদিনে বিশেষত সমাজ সেবা মূলক কাজের সাথে যুক্ত থেকে বাকি জীবনটুকু অতিবাহিত করতে চান। 

এদিন, সংস্থার তরফ থেকে জানানো হয়, সংস্থার সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বোর্ড অফ ডিরেক্টরস দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন। 

সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মাইক্রোসফ্টের চিফ এগজিকিউটিভ সত্য নাদেলা জানিয়েছেন, ‘এত বছর ধরে বিলের সান্নিধ্যে থাকা এবং তাঁর থেকে বহু বিষয়ে শিক্ষা পাওয়ার যে অভিজ্ঞতা তা আমার কাছে এক বিশাল বড় পাওনা এবং নিঃসন্দেহে তা গর্বেরও। একটা বিশ্বাস নিয়ে বিল এই সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। উনি আস্থা রেখেছিলেন সফ্টওয়্যারের ডেমোক্রেটাইজিং ক্ষমতার উপরে। চেয়েছিলেন সমাজের কিছু সমস্যার সমাধান করতে। তাঁর এই ভাবনাই মাইক্রোসফ্ট এবং এই দুনিয়াকে আরও সুন্দর করে তুলেছে। তাঁর বন্ধুত্বের পেয়ে আমি কৃতজ্ঞা। আগামীদিনেও ওঁনাকে পাশে নিয়েই কাজ করব।’

তবে, সব পদ থেকে ইস্তফা দিলেও আগামীদিনেও মাইক্রোসফ্টের সঙ্গে যুক্ত থাকবেন তিনি। মাইক্রোসফ্টের টেকনিকাল অ্যাডভাইজার হিসেবে সংস্থার সঙ্গে যুক্ত থাকবেন বলে জানা গেছে।

এক দশকের বেশি সময় ধরে সংস্থার দৈনন্দিন কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মাইক্রোসফ্ট সংস্থার সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। স্ত্রী মেলিন্ডার সঙ্গ নিয়ে গড়ে তুলেছেন Bill & Melinda Gates Foundation। নিজেকে সমাজ সেবামূলক কাজে নিযুক্ত করবেন বলে জানা গেছে।