গতকালের স্কুল ছুটি নিয়ে নোটিশ প্রকাশিত হওয়ার পর শিক্ষক-শিক্ষাকর্মীদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়। কারন প্রেস রিলিজ (No.85-SSE/20, Dated: 14/03/2020) অনুযায়ী সমস্ত বিদ্যালয় প্রতিষ্ঠান (Under DSE) 16ই মার্চ 2020 থেকে 31শে মার্চ 2020 পর্যন্ত বন্ধ থাকবে ("..will remain closed")।
এই প্রেস রিলিজ এর উপর ভিত্তি করে প্রিন্সিপ্যাল সেক্রেটারির তরফ থেকে যে অর্ডার (No. 86-SSE/20 , Dated: 14/03/2020) রিলিজ করা হয়েছে, তার সাবজেক্ট এ উল্লেখ করা আছে "Suspension of Clasess.." । পূর্বোক্ত প্রেস রিলিজ এর উপর ভিত্তি করেই এই অর্ডার রিলিজ করা হয়েছে।
অর্ডার *85-SSE/20 , Dated: 14/03/2020* এবং *86-SSE/20 , Dated: 14/03/2020* উপর নির্ভর করে WBBSE এবং WBCHSE-এর তরফ থেকে নোটিফিকেশন বের করা হয়েছে যথাক্রমে *No. 55/Pres/2020, Dated: 14/03/2020* এবং *No. L/PR/56/2020, Dated: 14/03/2020* সেগুলোতেও Suspension শব্দ ব্যবহার করা হয়েছে।
এ নিয়ে শিক্ষকদের মধ্যে ধোঁয়াশা তৈরি হলেও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, পরীক্ষা সংক্রান্ত কাজ ছাড়া শিক্ষকদের স্কুলে আসতে হবে না।
অপর দিকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকারে জানিয়েছেন যে,শিক্ষকদের স্কুলে আসতে হবে না। ৩০ মার্চ ফের বৈঠক করা হবে, সেখানে পরবর্তী পরিস্থিতি দেখে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে এবং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে ফের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে এর মধ্যে যে , উচ্চ মাধ্যমিক, বোর্ড বা কাউন্সিলের পরীক্ষা যেমন চলছে ঠিক তেমনই রুটিন মাফিক চলবে। কিন্তু স্কুলের অভ্যন্তরীণ সমস্ত পরীক্ষাগুলি বন্ধ রাখতে হবে।
যদিও বিভিন্ন মহল থেকে পরীক্ষা পিছিয়ে দেওয়ারও দাবী উঠেছে।
Social Plugin