জিরানপুর তৃনমুল ছাত্র পরিষদের পক্ষ থেকে মোয়ামারী তত্ত্ব নাথ বিদ্যাপীঠের উচ্চ মাধ্যমিক পরীক্ষাথী দের জলের বোতল, কলম ও চকলেট তুলে দিয়ে শুভেচ্ছা জানালেন জিরানপুর অঞ্চল তৃনমুল ছাত্র সংগঠন।
উপস্থিত ছিলেন জিরানপুর গ্রাম প্রধান প্রতিনিধি তিলক দাস অঞ্চল সভাপতি তপন বর্মন, কার্যকরী সভাপতি সঞ্জীত কুন্ডু,সুদীপ্ত বর্মন,রাজেশ কুন্ডু,এ ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের সভাপতি কিংশুক দেব সহসভাপতি মফিজুল সরকার,সম্পাদক সেলিম রানা, মানন রায় সহ নিলয় দেব,মানিক ভাড়ালি সহ মহিলা নেত্রী শেফালী রায় সহ অনন্য নেতৃত্ব বৃন্দ।
তপন বাবু বলেন আমরা মাধ্যমিক পরীক্ষার সময় একি উদ্যোগ নিয়েছিলাম উচ্চমাধ্যমিকেও এর ব্যতিক্রম হল না।
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
সঞ্জীত কুন্ডু বলেছেন আমরা সর্বদা ছাত্র ছাত্রীদের পাশে রয়েছি আমাদের অঞ্চল ছাত্র নেতারাও পাশে রয়েছে।
কিংশুক দেব জানিয়েছেন আমরা সর্বত্র ভাবে ছাত্র ছাত্রীদের পাশে রয়েছি তারা যেন ভালো নির্ভীক ভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য আমরা তৎপর।
Social Plugin