জলের ওভারহেড ট্যাংক ভেঙে বিপত্তি 

ভাস্কর মান্না, কলকাতা: সল্টলেক এর সিসি ব্লক পি এন টি কোয়ার্টারের জলের ওভারহেড ট্যাংক ভেঙে বিপত্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকাল আটটা 30 নাগাদ জল তোলা হচ্ছিল এই ওভারহেড ট্যাংক থেকে।

সেই সময় বিকট একটি শব্দ শোনেন এলাকাবাসীরা। এরপর তারা ছুটে এসে দেখেন জলের ওভারহেড ট্যাংক ভেঙে গিয়েছে। এর পরে স্থানীয়রা খবর দেন বিধান নগর উত্তর থানা পুলিশকে ও দমকল কে।

স্থানীয় সূত্রে দাবি এই পি এন টি কোয়াটারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল পোস্টাল ডিপার্টমেন্ট বিএসএনএলের। কিন্তু কোনদিন রক্ষণাবেক্ষণ করা হতো না তারই ফলে আজ এই ওভারহেড ট্যাংক পড়ে গিয়ে বিপত্তি ও জল সংকটের মুখে কোয়ার্টারের বাসিন্দারা।