করোনা আতঙ্ক: বাতিল ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজ
ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের একদিবসীয় সিরিজ খেলতে বর্তমানে ভারতে টিম দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় বাকি ছিল দুটি ম্যাচ যেগুলির দ্বিতীয়টি ১৫ মার্চ লখনৌতে এবং তৃতীয়টি ১৮ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়ার কথা ছিল। যদিও মারণ ভাইরাস করোনার আতঙ্কে সেই দুটি ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে BCCI।
প্রথমে ঠিক হয়েছিল এই দুটি ম্যাচ হবে দর্শকশূন্য গ্যালারিতে। সেই মতো দ্বিতীয় ম্যাচ খেলতে ইতিমধ্যেই রাঁচি পৌঁছে গেছে দল। তার মধ্যেই ভয়াবহ করোনার রকম থেকে সাবধানতা অবলম্বন করতেই এই সিদ্ধান্তের ঘোষণা বোর্ডের।
Social Plugin