করোনার জেরে পিছিয়ে গেলো আইপিএল

সারা বিশ্বে রীতিমতো আতঙ্কের বাতাবরণ তৈরি করেছে মারণ ভাইরাস করোনা। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতেও পাল্লা দিয়ে বাড়ছে এই মারণ ভাইরাসের প্রকোপ। যার প্রভাব পড়েছে বিশ্বের ক্রীড়া জগতেও। এবার পিছিয়ে দেওয়া হল ভারতের জনপ্রিয় ক্রিকেট লীগ আইপিএল।

আগামী ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। যদিও করোনার প্রকোপে বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে বিদেশমন্ত্রকের তরফে পরামর্শ দেওয়া হয়েছিল এই টুর্নামেন্ট বন্ধ করার জন্য। যদিও সারা বিশ্বের ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি ও স্পনসর দের জথাকমাথায় রেখে এই জনপ্রিয় প্রতিযোগীতা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আগামী ১৫ এপ্রিল এই টুর্নামেন্ট শুরু করার কথা ঘোষণা করেছে ভারতীয় বোর্ড।