Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্কুল-কলেজে বর্ধিত ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর- জানুন বিস্তারিত

করোনা রুখতে ইতিমধ্যেই একগুচ্ছ বিধি-নিষেধ জারি করেছে কেন্দ্র-রাজ্য৷ নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা৷ আর বিশেষ ব্যবস্থা হিসেবে সপ্তম রাজ্য হিসাবে বাংলায় স্কুল ছুটির ঘোষণা করেছে নবান্ন৷ এবার সেই ছুটির সময়সীমা আরও বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আজ সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ বন্ধের ঘোষণা গত শনিবার ঘোষণা করা হয়েছিল৷ শনিবার রাজ্যের তরফে ৩১ মার্চ পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকার ঘোষণা করা হয়৷ কিন্তু, পরিস্থিতি বিবেচনা করে সেই ছুটির সময় সীমা আরও বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ 

নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকের পর বর্ধিত ছুটির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে আইসিডিএস কেন্দ্রগুলিও ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা করা করেছেন মুখ্যমন্ত্রী৷ আইসিডিএস কেন্দ্রগুলি বন্ধ থাকায় মা ও শিশুর জন্য ২ কেজি চাল দেওয়ারও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷

আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেন তিনি৷



জানিয়ে দেন,

এক) করোনা সংক্রমণ গোটা বিশ্বে যে হারে বেড়েছে তার পরিসংখ্যান দেখে রাজ্য সরকার আগাম পদক্ষেপ নিচ্ছে৷ যাতে এই মহামারী মোকাবিলা করা যায়৷
দুই) নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানান আগামী, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে৷

তিন) আইসিডিএস কেন্দ্রগুলি বন্ধ রাখা হবে৷ আইসিডিএস বন্ধ থাকার জন্য বিনামূল্যে চাল বিলি করবে রাজ্য সরকার৷ ‌

চার) করোনা রুখতে ২০০ কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ করোনা মোকাবিলা যারা কাজ করবেন, তাদের জন্য ১০ লক্ষ লোকের জন্য ৫ লক্ষ টাকার বিমা ঘোষণা করেছেন তিনি৷

পাঁচ) একইসঙ্গে সিনেমা হল বন্ধ রাখার ঘোষণা করেছেন মমতা৷ রিয়েলিটি শোয়ের শুটিং বন্ধ রাখার আর্জি জানিয়েছেন তিনি৷ শপিংমল ও  চা বাগানগুলিতেও করোনা সচেতনতার দিকে জোর দেওয়া হয়েছে৷
মেনে চলুন-
1. জনকোলাহল বর্জন করুন
2. আক্রান্ত ব্যক্তির থেকে মিটার দুরত্ব বজায় রাখুন হ্যান্ডসেক দুরত্ব সংক্রমন ঘটাতে পারে
3. আপাতত প্রতিকার হিসেবে ভাইরাস বহনকারীদের সংস্পর্শ এড়িয়ে চলুন
4. বারবার হাত ধোয়া, হাত দিয়ে নাক-মুখ স্পর্শ না করা ঘরের বাইরে গেলে মুখোশ পরুন
5. হাত সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন বারবার হাত ধুন
6. মাছ মাংস ভালো করে সিদ্ধ করে রান্না করে  গরম গরম খান
7. সকালের খাবার বিকালে বিকালের খাবার রাতে খাবেন না
8. বাসি বা অপরিস্কার অপরিচ্ছন্ন খাবার থেকে বিরত থাকুন
9. সবুজ শাক সব্জী প্রচুর পরিমানে খান
10. জল প্রচুর মাত্রায় পান করুন
11. আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে মুখোশ পরুন,
12. আর নিজে অসুস্থ না হলেও, অন্যের সংস্পর্শ এড়াতে মুখোশ পরুন।
13. আক্রান্ত ব্যাক্তিকে আইসোলেশন করুন যতক্ষন না রোগী বিপদমুক্ত হচ্ছে
14. বিদেশ থেকে কোনো লোক যদি আপনার এলাকাতে আসে তার সম্বন্ধে খোঁজ খবর নিন নিকটবর্তী হসপিটালে খবর দিন
15. খুব দরকার না হলে বিদেশ ভ্রমন স্থগিত রাখুন
16. সব শেষে সর্দি, জ্বর ,কাশি ,গলা ব্যাথা ,গা ব্যাথা তার সাথে শ্বাসকষ্টের সমস্যী  হলে নিকটবর্তী চিকিৎসক বা চিকিৎসাকেন্দ্রে যত তাড়াতাড়ি পারবেন যোগাযোগ করুন সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখুন
-ডা: অজয় মন্ডল
জনস্বার্থে প্রচারে সংবাদ একলব্য

Ad Code