Pic src-Biswabangla sambad





আপাতত হচ্ছে না রাজ্যের কোনও পুরসভা ভোট। সোমবার  সর্বদলীয় বৈঠকে এমনই সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের।
আপাতত তা স্থগিত রাখা হচ্ছে।এদিন করোনা আতঙ্ক মাথায় নিয়েই রাজ্য নির্বাচন কমিশনে পুরভোট নিয়ে সর্বদল বৈঠক শুরু হয়। গোটা বিশ্বের মতো গোটা দেশ এবং রাজ্যজুড়ে করোনা আতঙ্ক। করোনা সংক্রমণ থেকে দূরে থাকতে এবং সচেতনতা বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপায় অবলম্বন করা হচ্ছে। এরই মাঝে পুরসভা নির্বাচন নিয়েও তৎপরতা চলছিল। আর তা নিয়েই রাজ্য নির্বাচন কমিশনের দফতরে হয় সর্বদলীয় বৈঠক। দুপুর তিনটে শুরু হয় এই বৈঠক।


মেনে চলুন-
1. জনকোলাহল বর্জন করুন
2. আক্রান্ত ব্যক্তির থেকে মিটার দুরত্ব বজায় রাখুন হ্যান্ডসেক দুরত্ব সংক্রমন ঘটাতে পারে
3. আপাতত প্রতিকার হিসেবে ভাইরাস বহনকারীদের সংস্পর্শ এড়িয়ে চলুন
4. বারবার হাত ধোয়া, হাত দিয়ে নাক-মুখ স্পর্শ না করা ঘরের বাইরে গেলে মুখোশ পরুন
5. হাত সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন বারবার হাত ধুন
6. মাছ মাংস ভালো করে সিদ্ধ করে রান্না করে  গরম গরম খান
7. সকালের খাবার বিকালে বিকালের খাবার রাতে খাবেন না
8. বাসি বা অপরিস্কার অপরিচ্ছন্ন খাবার থেকে বিরত থাকুন
9. সবুজ শাক সব্জী প্রচুর পরিমানে খান
10. জল প্রচুর মাত্রায় পান করুন
11. আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে মুখোশ পরুন,
12. আর নিজে অসুস্থ না হলেও, অন্যের সংস্পর্শ এড়াতে মুখোশ পরুন।
13. আক্রান্ত ব্যাক্তিকে আইসোলেশন করুন যতক্ষন না রোগী বিপদমুক্ত হচ্ছে
14. বিদেশ থেকে কোনো লোক যদি আপনার এলাকাতে আসে তার সম্বন্ধে খোঁজ খবর নিন নিকটবর্তী হসপিটালে খবর দিন
15. খুব দরকার না হলে বিদেশ ভ্রমন স্থগিত রাখুন
16. সব শেষে সর্দি, জ্বর ,কাশি ,গলা ব্যাথা ,গা ব্যাথা তার সাথে শ্বাসকষ্টের সমস্যী  হলে নিকটবর্তী চিকিৎসক বা চিকিৎসাকেন্দ্রে যত তাড়াতাড়ি পারবেন যোগাযোগ করুন সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখুন
-ডা: অজয় মন্ডল
জনস্বার্থে প্রচারে সংবাদ একলব্য


রাজ্য নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস-এর পৌরহিত্য এই বৈঠক। উপস্থিত ৯টি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বামেদের তরফ থেকে উপস্থিত রয়েছেন সুজন চক্রবর্তী, সুখেন্দু পানিগ্রাহী। তৃণমূলের তরফে রয়েছেন তাপস রায়, সুব্রত বক্সি। বিজেপির তরফ থেকে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, সব্যসাচী দত্ত। কংগ্রেসের তরফ থেকে রয়েছেন প্রদীপ ভট্টাচার্য , শুভঙ্কর সরকার প্রমূখ।এদিন সর্বদলীয় বৈঠকের আগে পরবর্তী পদক্ষেপ নিয়ে মিটিং করেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। বৈঠকে রয়েছেন সচিব নিলাঞ্জন শাণ্ডিল্য, যুগ্ম সচিব ইন্দ্রনীল মুখোপাধ্যায়-সহ অন্যান্য অফিসারেরা। সেখানেই মোটামুটি ঠিক হয়ে যায় পুরভোট স্থগিত রাখার বিষয়টি। জানা গিয়েছে, পরবর্তী রিভিউ মিটিং হবে ৩০ মার্চ।



সংবাদটি  সংবাদ  একলব্য সম্পাদনা করে, এটি সরাসরি নিউজফিড থেকে সংগৃহীত