দীর্ঘদিনের পাকা রাস্তার দাবী থাকা সত্ত্বেও সাহেবগঞ্জ রোড এর বামনটারি থেকে বাসন্তীরহাট 5 কিমি রাস্তার কোনো পরিবর্তন না হওয়ায় পথ অবরোধের পথ বেছে নিল স্থানীয় বাসিন্দারা l
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম, সুলতান ইসলাম, হিমাদ্রি চৌধুরী জানান এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ, হাজার হাজার মানুষ প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, এর থেকে কম গুরুত্বপূর্ণ রাস্তা পাকা হলেও এই রাস্তার কোনো পরিবর্তন নেই l
স্থানীয় বাসিন্দাদের দাবী প্রশাসনকে বহুবার জানানো স্বত্বেও কোনো লাভ হয়নি, যতক্ষণ তারা কোনো লিখিত প্রতিশ্রুতি না দিচ্ছেন ততক্ষন পথ অবরোধ চলবে।
Social Plugin