pic source: coochbehar police fb page
কোচবিহার জেলার নাম খেলাধুলার ইতিহাসে বেশ উল্লেখযোগ্য একটি নাম। খো-খো, কবাডি, ভলিবলসহ একাধিক খেলায় নজর কেড়েছে কোচবিহার জেলার টিম। যেন কোচবিহারের মানুষের রক্তে মিশে আছে খেলাধুলা। তার জ্বলন্ত উদাহরণ ওকড়াবাড়ির বাসিন্দা অজিত চন্দ্র বর্মন। তাঁর ক্রীড়া চেতনায় বহু খেলোয়াড় প্রাণ পায়। 
pic source: coochbehar police fb page
এবার, খেলাধুলায় ফুটবল খেলাকে গুরুত্ব দেওয়ার প্রতি নজর দিতে দেখা গেল কোচবিহার পুলিশকে। গত শুক্রবার কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে এবং কোচবিহার জেলা পুলিশের অন্তর্গত সিতাই থানার ব্যাবস্থাপনায় সিতাইয়ের রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম সালতিবাড়ি মাঠে "প্রয়াস'' নামে একটি ফুটবল কোচিং ক্যাম্পের শুভ সূচনা হল। এই কোচিং ক্যাম্পে ক্ষুদে ফুটবলপ্রেমীরা বিনামূল্যে ফুটবলের কোচিং নিতে পারবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিন "প্রয়াস"-এর শুভ উদ্বোধন হয়। এছাড়াও, উপস্থিত ছিলেন সিতাই বিধান সভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মহাশয়, কোচবিহার পুলিশের সুপার ইন্টেন্ডেন্ট সন্তোষ নিম্বালাকার, কোচবিহার অ্যাডিশনাল এসপি সানা আক্তার, মাথাভাঙ্গার অ্যাডিশনাল এসপি ইন্দ্রজিৎ সরকার মহাশয়সহ বিশিষ্ট জনেরা। 

এরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রীড়াপ্রেমীরা। তাঁরা মনে করছে এতে যেমন গরীব ভালো খেলোয়াড় খেলার সুযোগ পাবে তেমনি উপকৃত হবে কোচবিহারের ক্রীড়াজগত।