Latest News

6/recent/ticker-posts

Ad Code

আশ্রয়



আশ্রয়
সেলিম মণ্ডল


একটি ফেটে যাওয়া বাঁশি‍‍‍—
তোমার ঠোঁট অবধি পৌঁছে গেছে, মুনাই

তুমি কি সুর তুলবে?

আমাদের গানের মধ্যে চেরা গলার আর্তনাদ পড়ে আছে
পড়ে আছে কঙ্কালের ঝকঝকে দাঁত

এখন নখ খুঁটে খুঁটে বাঁশিকে সারিয়ে তোলা সম্ভব না

তবুও গান অবধি পৌঁছানোর জন্য বাঁশিকে সারিয়ে তুলতে হবে
তোমার ঠোঁটকে তুমি নাভির ভিতর আশ্রয় দাও



মেঘের ভেলাঅনলাইন সাহিত্য পত্রিকায় আপনার লেখা পাঠাতে
যোগাযোগ করুন

Ad Code