আজ ভেটাগুড়িতে বিকাল ৫ টায় প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে সারা ভারত কৃষক সভার ১২ তম ব্লক সম্মেলন শুরু হয়। চলবে ৮ মার্চ পর্যন্ত। মূলত- ১)কৃষি ফসলের লাভজনক মূল্য। এবং  ২) সমস্ত কৃষি ঋন মুকুব এর দাবীতে এই ১২ তম সম্মেলন।

পতাকা উওোলন ও প্রকাশ্য সমাবেশর মধ্য দিয়ে দিনহাটা ১নং ব্লক কৃষক সভার ১২ তম সম্মেলনে কাজ শুরু হয়। 

পতাকা উওোলন করেন দিনহাটা ১নং ব্লক সারা ভারত কৃষক সভার সভাপতি কমরেড তারাপদ বর্মন।  
শহীদ বেদীতে মাল্যদান করেন পশ্চিমবঙ্গ সারা ভারত কৃষক সভার সভাপতি কমরেড নৃপেন চৌধুরী, কৃষক সভার জেলা সহ সভাপতি অনন্ত রায়, জেলা সম্পাদক তমসের আলী, ব্লক কৃষক সভার সম্পাদক গৌরাঙ্গ পাইন,  SFI এর পক্ষে শুভ্রালোক দাস, DYFI এর পক্ষে অভিনব রায়,  মহিলা সমিতির পক্ষে আরতি রায় বর্মন প্রমুখ।