pic source: livemint
তফসিলি জাতি-উপজাতি মানুষদের জন্য পেনশনের কথা গত বাজেটেই ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই মতো ৬০ বছর হলেই তফসিলি ব্যক্তিদের ১,০০০ টাকা বার্ধক্য ভাতা দেবে রাজ্য সরকার। আগামি ১লা এপ্রিল থেকেই চালু হওয়ার কথা সেই পেনশন। সূত্রের খবর, ষাটোর্ধ্ব তফসিলি জাতি-উপজাতিদের এক হাজার টাকা করে পেনশন দিতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।যাঁরা কোনও পেনশন পান না, তাঁরা বার্ধক্যভাতা পাবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

৩ মার্চ কালিয়াগঞ্জ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ‘ওয়ান আমব্রেলা স্কিম—জয় বাংলা’, তফসিলি জাতির ষাটোর্ধ্বদের জন্য ‘তফসিলি বন্ধু’ এবং তফসিলি উপজাতিভুক্ত ষাটোর্ধ্বদের জন্য ‘জয় জহার’ নামে প্রকল্প ঘোষণা করেন। 

তিনি জানিয়ে দেন, এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা করে বয়স্কদের সহযোগিতা করা হবে। যাঁরা বিভিন্ন প্রকল্পে ৬০০ থেকে ৭৫০ টাকা করে পেনশন পেতেন, তাঁরাও ১ এপ্রিল থেকে এক হাজার টাকা করে পেনশন পাবেন। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার ভিত্তিতে অর্থ দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। ১লা এপ্রিল থেকে প্রকল্প আরম্ভ করতে জোড় কদমে চলছে কাজ কর্ম।