Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাধ্যমিকের দ্বিতীয় দিনে মুখরক্ষা হল পর্ষদের


২০১৯-এর মাধ্যমিকে লাগাতার প্রশ্নফাঁসে বেকায়দা পরিস্থিতিতে পড়তে হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদকে। সেই কারণে চলতি বছরের মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছিল পর্ষদ। 

রাজ্যে বিভিন্ন জেলার ৪২ টি ব্লকে বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। কিন্তু তা সত্ত্বেও এবারও প্রথম ভাষা বাংলার পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল বাংলা প্রশ্নপত্র। যার ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল পর্ষদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

আজও দ্বিতীয় ভাষার পরীক্ষা শুরুর কয়েকমুহূর্তের মধ্যেই হোয়াটসঅ্যাপ, ফেসবুক এমনকী টিকটকেও ছড়িয়ে পড়ে ইংরাজি প্রশ্নের ছবি। যা অস্বস্তি বাড়ায় পর্ষদের। 

খবর পেয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জরুরি তলব করেন তিনি। 

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222


এই পরিস্থিতিতে পরীক্ষা শেষে দেখা যায় যে, আসল প্রশ্নের সঙ্গে কোনও মিল নেই ভাইরাল প্রশ্নের। এতেই খানিকটা স্বস্তি মিলেছে পর্ষদের। প্রথমদিনে প্রশ্নফাঁস রুখতে ব্যর্থ হলেও মাধ্যমিকের দ্বিতীয় দিনে মুখরক্ষা হল পর্ষদের।

তবে বাকি পরীক্ষাতেও প্রশ্নফাঁস রুখতে সমর্থ হবে কি পর্ষদ? সেই দিকেই তাকিয়ে সব মহল।

Ad Code