বিশ্বের বৃহত্তম মন্দির তৈরী হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে, এখনো পর্যন্ত দুই কোটি কেজি সিমেন্ট লেগে গেছে মন্দিরটি তৈরী করতে কিন্তু এখনো বাকি রয়েছে মন্দিরের কাজ l
মন্দিরটির প্রতিটি মেঝের ক্ষেত্রফল এক লক্ষ স্কোয়ার ফুট যা এশিয়া তথা বিশ্বের মধ্যে একমাত্র মন্দির l
এটি পশ্চিমবঙ্গের মাটিতে নদিয়া জেলার মায়াপুরে তৈরী হচ্ছে যা আগামী 2022 সালে জাতি বর্ণ নির্বিশেষে সকলের জন্যে খুলে যাচ্ছে l
মায়াপুর শ্রীচৈতন্য দেবের জন্মস্থান, বৈষ্ণব ধর্মের প্রচারে মায়াপুরে তৈরী হয় শ্রীকৃষ্ণের মন্দির, এখানেই বর্তমানে ইস্কনের সদর দপ্তর l
সারা বিশ্বে বৈষ্ণব ধর্ম তথা সনাতন ধর্ম প্রচারের অন্যতমস্থান এই মায়াপুর l
380 ফুট উচ্চতার এই মন্দিরটি নীল রঙের ব্যাভলিয়ান মার্বেল পাথরে মোড়া থাকবে l ভিয়েতনাম ও ভারতে তৈরী পাথরে মোড়া থাকবে গোটা মন্দির চত্বর l
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
এই মন্দিরটি 2.5 একর ও 60 মিটার ব্যাস নিয়ে তৈরী এই মন্দিরে একসাথে দশ হাজার ভক্ত ভজন কীর্তন করতে পারবেন l
বছরে প্রায় পচাত্তুর লাখ দর্শনার্থী এখানে আসেন, ইতি মধ্যে পশ্চিমবঙ্গ সরকার হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে l এই মন্দির তৈরীতে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর বিশেষ ভাবে সাহায্য করেছে l আগামীতে এই মন্দির পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটনের কেন্দ্র হয়ে উঠবে l
Social Plugin