Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্বের বৃহত্তম মন্দির তৈরী হচ্ছে পশ্চিমবঙ্গে


বিশ্বের বৃহত্তম মন্দির তৈরী হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে, এখনো পর্যন্ত দুই কোটি কেজি সিমেন্ট লেগে গেছে মন্দিরটি তৈরী করতে কিন্তু এখনো বাকি রয়েছে মন্দিরের কাজ l 

মন্দিরটির প্রতিটি মেঝের ক্ষেত্রফল এক লক্ষ স্কোয়ার ফুট যা এশিয়া তথা বিশ্বের মধ্যে একমাত্র মন্দির l 

এটি পশ্চিমবঙ্গের মাটিতে নদিয়া জেলার মায়াপুরে তৈরী হচ্ছে যা আগামী 2022 সালে জাতি বর্ণ নির্বিশেষে সকলের জন্যে খুলে যাচ্ছে l 

মায়াপুর শ্রীচৈতন্য দেবের জন্মস্থান, বৈষ্ণব ধর্মের প্রচারে মায়াপুরে তৈরী হয় শ্রীকৃষ্ণের মন্দির, এখানেই বর্তমানে ইস্কনের সদর দপ্তর l 

সারা বিশ্বে বৈষ্ণব ধর্ম তথা সনাতন ধর্ম প্রচারের অন্যতমস্থান এই মায়াপুর l 

380 ফুট উচ্চতার এই মন্দিরটি নীল রঙের ব্যাভলিয়ান মার্বেল পাথরে মোড়া থাকবে l ভিয়েতনাম ও ভারতে তৈরী পাথরে মোড়া থাকবে গোটা মন্দির চত্বর l 
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222


এই মন্দিরটি 2.5 একর ও 60 মিটার ব্যাস নিয়ে তৈরী এই মন্দিরে একসাথে দশ হাজার ভক্ত ভজন কীর্তন করতে পারবেন l 

বছরে প্রায় পচাত্তুর লাখ দর্শনার্থী এখানে আসেন, ইতি মধ্যে পশ্চিমবঙ্গ সরকার হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে l এই মন্দির তৈরীতে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর বিশেষ ভাবে সাহায্য করেছে l আগামীতে এই মন্দির পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটনের কেন্দ্র হয়ে উঠবে l

Ad Code