Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রবল পানীয় জল সংকট আসতে চলেছে বাংলায়


প্রবল পানীয় জল সংকট আসতে চলেছে বাংলায়

প্রবল জল সংকটে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ, এরকমই আশঙ্কা প্রকাশিত হল খড়গপুর আই আই টির গবেষক দলের পরিবেশ সম্পর্কিত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে।

পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমাঞ্চলের  ভূস্তরে সঞ্চিত জল ও প্রতিটি নদীর জলের নমুনা নিয়ে গবেষণায় উঠে এসেছে চাঞ্চলোকর তথ্য - প্রতিটি নমুনায় পাওয়া গেছে মাত্রারিক্ত কীটনাশক, অম্লিক পদার্থ এরোমেটিক হাইড্রোকার্বন ও আর্সেনিক। 230 টি অঞ্চলের, 32 টি নদীর প্রায় 350 কিমি ব্যাসার্ধে নমুনা সংগ্রহ করে প্রতি ক্ষেত্রেই একই পদার্থের সন্ধান পাওয়া গেছে যা পান করা তো দূরের কথা ব্যবহারের ক্ষেত্রেও বিপদজনক বলে দাবী করেছেন গবেষকদল।

সব থেকে বেশি প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ও পশ্চিমাঞ্চল জেলা গুলি। ফারাক্কা ব্যারেজ থেকে সুন্দরবনের প্রায় প্রত্যেকটি নদীর নমুনা সংগ্রহে এই তথ্য উঠে এসেছে। গবেষকদলের অন্যতম সদস্য অভিজিৎ মুখার্জি ও শ্রীমন্তি দত্তগুপ্ত তাঁদের গবেষণা পত্রিকায় জানিয়েছেন অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক ব্যবহারের ফলেই এই তথ্য উঠে এসেছে।

Ad Code