বেকারদের একাংশ তাঁকিয়ে থাকে শিক্ষক নিয়োগের পরীক্ষার দিকে। এবার সেই শিক্ষক নিয়োগের পরীক্ষায় বড়সড়ো পরিবর্তন আনল সরকার। যদিও শিক্ষকের নিয়োগের পরীক্ষা নিয়ে ধোঁয়াশা কাটছে না, একের পর এক দিন চলে যাচ্ছে, একের পর এক শুনানির তারিখ শুনিয়েই চলছে কোর্ট। নিস্পত্তি হচ্ছে না মামলা। সম্পন্ন হচ্ছে না নিয়োগ প্রক্রিয়া। এর মাঝেই সরকারের শিক্ষক নিয়োগের পরীক্ষায় এতটা পরিবর্তন হলেও প্রক্রিয়া কবে কিভাবে শুরু হবে সে বিষয়ে কোনোরূপ খবর মেলেনি। নতুন শিক্ষক নিয়োগের পদ্ধতি দেখে নেওয়া যাক এক নজরে-


১) উচ্চ প্রাথমিক, নবম- দশম,একাদশ-দ্বাদশ এর জন্য একটি মাত্র পরীক্ষা হবে। পরীক্ষার্থীরা আবেদনপত্রে গুরুত্ব অনুযায়ী আবেদন করবেন। এক্ষেত্রে পরীক্ষার্থীরা একটি মাত্র পরীক্ষা দিতে পারবেন। এতদিন অবশ্য তিনটি ক্ষেত্রে আলাদাই পরীক্ষা নেওয়া হত।

২) পরীক্ষার্থীরা টেট উত্তীর্ণ করার পর  আবেদন করতে পারবেন লিখিত পরীক্ষার জন্য। এক্ষেত্রে লিখিত পরীক্ষায় মাতৃভাষা ও ইংরেজি যাচাই করা হবে। তাই এবার এই প্রথম পরীক্ষার্থীদের ৫০ নম্বর করে মাতৃভাষা ও ইংরেজির পরীক্ষা দিতে হবে।

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK

আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK

যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com

বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222

 

৩) মাতৃভাষা ও ইংরেজি পরীক্ষার পাশাপাশি পরীক্ষার্থীদের নির্দিষ্ট বিষয়ের ও  পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা মোট ১০০ নম্বরের নেওয়া হবে।

৪) তবে এক্ষেত্রে বিষয়ের পরীক্ষাগুলি নেওয়া হবে  OMR শীটে।

৫) তবে লিখিত পরীক্ষার পর থাকছে না কোন ইন্টারভিউ। অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই সরাসরি চাকরি পাওয়ার সুযোগ থাকবে।

৬) নিজের জেলায় মিলবে চাকরী ।

৭) নতুন দের বেতন কাঠামো হবে নতুন পে কমিশনের হারে ।