মেটে শাড়িতে স্নিগ্ধ নুসরত ফারিয়া
নুসরাত ফারিয়ার নতুন ফটোশুট
ফ্যাশন ডেস্ক
সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে অভিনেত্রী নুসরাত ফারিয়া’র নতুন ছবি। ফেসবুকে তিনি শেয়ার করেছেন চারটি ছবি, যেখানে দেখা যাচ্ছে তাকে মেটে রঙের (muted hue) শাড়িতে অত্যন্ত কোমল ও ফ্যাশনেবল সাজে।
শাড়িটি ডিজাইন করেছেন সাফিয়া সাথী, যা তৈরি হয়েছে শিমারি জর্জেট বা সফট জর্জেট কাপড় দিয়ে। ফারিয়া মনোক্রোম্যাটিক লুক চান বলে শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছেন একই রঙের হাতাকাটা ব্লাউজ।
চোখে হালকা কাজল ও স্মোকি আই মেকআপ, ঠোঁটে নুড লিপস্টিক, এবং চুলে হালকা ঢেউ—সোনালি কম্বিনেশনটি তাকে দিয়েছে এক অনবদ্য সৌন্দর্য গ্ল্যামার।
তাঁর সাজের আকর্ষণীয় অংশ হলো, তিনি এক হাতে ব্লাউজের সঙ্গে রুপার হাতফুল (সিলভার ফুল আভরণ) করেছেন, অন্য হাতে পরেছেন ফরাসি লাক্সারি ব্র্যান্ড ভন ক্লিফ অ্যান্ড আরপলসের বিখ্যাত ব্রেসলেট—‘ভিনটেজ আলহাম্ব্রা ব্রেসলেট, ফাইভ মোটিফস’। এই ব্রেসলেটে প্রতিটি ক্লোভার (তিন-পাতিয়) আকৃতির মোটিফে আছে মাদার অব পার্ল (বাংলায় শুক্তি বা মুক্তার মাতা), যা নৌকাবিহীন ঝিনুকজাতীয় প্রাণীর অভ্যন্তরীণ ঝলমলে স্তর।
এই ফ্যাশন মুহূর্তে নুসরাত ফারিয়া আবারো প্রমাণ করেছেন কেন তিনি ফ্যাশন প্রেমীদের কাছে আইকন। মেটে রঙে ভরপুর এই সাজে তিনি যেমন ফ্যাশন ধারণকে নতুন সংজ্ঞা দিয়েছেন, তেমনি ব্যালেন্স করেছেন ঐতিহ্য ও আধুনিকতার চমৎকার সেতুবন্ধন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊