SER 21:- শিলিগুড়ি 
আঠারোখাই এস এফ আই লোকাল কমিটির উদ্যোগে মাতৃভাষা দিবস পালন করা হল। উপস্থিত ছিলেন এস এফ আই দার্জিলিং জেলা সম্পাদক শঙ্কর মজুমদার, এছাড়াও উপস্থিত ছিলেন এস এফ আই নেতা সৌরভ সরকার,বিবেক বর্মন প্রমুখ । 

এদিন শহিদ বেদিতে মাল্যদানের পড় পথ পরিক্রমা করে এস এফ আই কর্মিবৃন্দ। এরপর শিবমন্দির সাবেত্রি মোড় এলাকায় গান কবিতা আবৃত্তির মাধ্যমে একটি ছোট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ ভাষা দিবসের উপর ক্ষুদ্র বক্তব্য পেশ করার পড় অনুষ্ঠানের সমাপ্তি হয়।