Latest News

6/recent/ticker-posts

Ad Code

আপার প্রাইমারী কেসের শুনানি, চাকুরি প্রার্থীরা কোর্টের দিকে তাকিয়ে

pic source: ndtv

ইচ্ছামত টেটের নাম্বার বাড়িয়ে দেওয়া, রেসিও না মানা প্রভৃতি অভিযোগে জেরবার আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি আজ কলকাতা হাইকোর্টে। এই রায়ের উপর নির্ভর করছে কয়েক হাজার হবু শিক্ষকের ভবিষ্যৎ। দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে এই নিয়োগ প্রক্রিয়ায় সবকিছু নির্ভর করছে আদালতের উপর।
৩৯ নম্বর কোর্টে আপার প্রাইমারী কেসের শুনানি হবে। ৪ নম্বর সিরিয়ালে আছে, বিকাল তিনটের পর কেসটি আদালতে উঠবে বলে জানা গিয়েছে। গত শুনানিতে পিটিশোনারদের উকিল নিজের কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য শেষ না হওয়ায় আজকের শুনানিতেও তাঁর জন্য এক ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে। 


নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -


কমিশনের তরফ থেকে আপারের স্থগিতাদেশ তুলে নেওয়ার জন‍্য জোর আবেদন করা হবে। আপারের ফল প্রকাশের উপর কোর্টের সবুজ সঙ্কেত পড়লে ফাইনাল মেরিট প্যানেল বার করতে পারবে কমিশন। তবে, আশাবাদী নন হবু শিক্ষকেরা। তাঁরা মনে করছে কোর্ট আরো কোনো নতুন তারিখ শোনাবে আজ।

Ad Code