![]() |
দিল্লির বিজেপি দফতরে এই পোস্টারটি দেখা গেল sorce:ndtv |
সকাল আটটায় শুরু হয়ে গিয়েছে দিল্লি বিধানসভা নির্বাচন ২০২০-র ভোটগণনা।
প্রাথমিক গণনার হিসেবে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে আম আদমি পার্টি। একেবারে শুরুতে দেখা গিয়েছিল বিজেপি এগিয়ে গিয়েছে। কিন্তু সামান্য সময় পর থেকেই আপ এগোতে শুরু করে।
এখনও পর্যন্ত আপ ৫০টিরও বেশি আসনে এগিয়ে। বিজেপি এগিয়ে মাত্র ১৬টি আসনে। এদিনই সন্ধ্যার মধ্যে ফলাফল ঘোষণা হওয়ার কথা। ২১টি গণনাকেন্দ্রে ভোটগণনা হচ্ছে। শনিবার ভোট পড়েছিল ৬২.৫৯ শতাংশ।
এদিকে মঙ্গলবার সকালে দেখা যায়, দিল্লির বিজেপি কার্যালয়ে একটি পোস্টার দেওয়া হয়েছে, যাতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি বড়সড় ছবি যার পাশে লেখা রয়েছে, 'আমরা যেমন জয় পেয়ে অহংকারী হয়ে যাই না তেমনই পরাজয়ের ফলে হতাশও হয়ে পড়ি না'।
ভোট গণনার আগে বিজেপি নেতারা আত্মবিশ্বাসী ছিলেন যে তাঁদের দল দিল্লিতে সরকার গঠন করতে সক্ষম হবে। তবে, ভোট গণনা যতই এগিয়েছে ততই দেখা গেছে বিজেপির আশা ক্রমশই ফিকে হয়ে যাচ্ছে।
গণনার শুরু থেকেই দেখা যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। বর্তমানে আম আদমি পার্টির জয়ের গন্ধ পেয়ে তাঁদের কার্যালয়ের সামনে প্রচুর ভিড় হয়েছে। আর এই ভিড়ের কারণেই আপাতত দিল্লি পুলিশ আম আদমি পার্টির অফিস থেকে আইটিওর দিকে যাওয়ার পথটি বন্ধ করে দিয়েছে।
source: ndtv
Social Plugin