গত কয়েক বছর ধরেই, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে গিয়ে লোকসানে চলছে টেলিকম সংস্থাগুলি। ঋণের চাপে কয়েকটি সংস্থা তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে। লোকসানে চলতে থাকা টেলিকম সংস্থাগুলিকে সুপ্রিম কোর্ট হঁশিয়ারি দিয়েছিল, সরকারী বকেয়া না মেটালে তাদের মালিকের বিরুদ্ধে অবমাননার নোটিশ আনা হবে এবং সোমবারই তাদের আদালতে হাজিরার নির্দেশ দেয়।
এরপরই টেলিকম সংস্থাগুলি তাদের বকেয়ার কিছু অংশ মাত্র পরিশোধ করেছে। আর এতেই নতুন করে উদ্বেগে পড়েছে রিজার্ভ ব্যাংক। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, টেলিকম মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি। পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন
টেলিকম সংস্থাগুলির বকেয়ার তথ্য:
১) ভারতী এয়ারটেলের বকেয়ার পরিমাণ ৩৫, ৫৮৬ কোটি টাকা। সোমবার ১০,০০০ কোটি টাকা পরিশোধের পর, তাদের আরও ২৫,৫৮৬ কোটি টাকা পরিশোধ করতে হবে।
২) ভোডাফোনের বকেয়ার পরিমাণ ৫৩,০০০ কোটি টাকা। এদিনের পরিশোধের পর, তাদের আরও ৫০,৫০০ কোটি টাকা পরিশোধ করতে হবে।
৩) মোট ১৩,৮০০ কোটি টাকা পরিশোধ করতে হবে টাটা টেলিসার্ভিসকে।
Social Plugin