SER19:
আজ স্টুডেন্টস্ স্ট্রাগল কমিটির পক্ষ থেকে পরীক্ষার পুনর্মূল্যায়ন এবং ইন্টার্নাল নম্বর সংক্রান্ত সমস্যা নিয়ে আবারো আন্দোলনে নামে ছাত্র-ছাত্রীরা।
ফার্স্ট সেমিস্টারের বারবার পরীক্ষা দেওয়ার পরেও লিখিত পরীক্ষার রেজাল্ট-এর কোন পরিবর্তন আসেনি। তার ফলে ছাত্র-ছাত্রীদের মধ্যে একটা হতাশা সৃষ্টি হয় বলে অভিযোগ।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন
তাই আজ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিকে তাকিয়ে সমস্যার দ্রুত সমাধানের দাবিতে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের কাছে ডেপুটেশন দেয় তারা ।
পরীক্ষা নিয়ামক জানান যে '24 তারিখ পর্যন্ত PPRএবং PPS এর ডেট বাড়ানো হলো এবং যে সমস্ত ছাত্রছাত্রীর এরকম হয়েছে তারা সকলেই PPS. অথবা PPR করুক।'
স্টুডেন্টস্ স্ট্রাগল কমিটি থেকে জানানো হয়,"তাদের দাবি যদি না মানা হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। "
কমিটির পক্ষ থেকে দাবী জানানো হয়-
১)রেজিস্ট্রেশন বাতিল নয়,লিখিত পরীক্ষার পুনর্মূল্যায়ন করতে হবে ।
২)ইন্টারনাল পরীক্ষায় স্বচ্ছ এবং নিরপেক্ষ মূল্যায়ন করতে হবে।
Social Plugin