![]() |
প্রতীকী ছবি |
এবার থেকে টোল-ফ্রি নম্বরে ফোন করলেই শিক্ষকের পরামর্শ নিতে পারবে পড়ুয়ারা। অর্থের অভাবে অনেক কচিকাঁচারা স্কুলে যেতে পারে না। স্বেচ্ছাসেবী সংস্থা সহজ পাঠের সঙ্গে হাত মিলিয়ে তাদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার দায়িত্ব নিল জিও। ‘টিচার-অন-কল’ নামের বিনামূল্যে একটি পরিষেবা চালু করল এই টেলিকম সংস্থা। এই নম্বরে ফোন করলে গ্রামের দুঃস্থ ছাত্রছাত্রীদের ফোনেই পড়াবেন শিক্ষকরা। অর্থাৎ নিখরচায় ফোনেই পড়াশোনা করতে পারবে শিক্ষার্থীরা।
শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সেতু গড়তে জিও-র নতুন প্রয়াস । 1800-890-6006 টোল ফ্রি নম্বরে ফোন করলেই দেশের যে কোনও প্রান্তের শিক্ষার্থীরা এ বার পেয়ে যাবে বিনামূল্যে টিউশনের সুবিধা । স্বেচ্ছাসেবী সংগঠন সহজ পাঠ ও জিও-র উদ্যোগে চালু হল 'টিচার-অন-কল' প্রোগ্রাম।
প্রত্যন্ত গ্রামীণ এলাকা হোক বা মফস্বল, যে কোনও জায়গা থেকেই এই টোল-ফ্রি নম্বরে ফোন করলে পড়ুয়ারা এবার পেয়ে যাবে অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ। দেশজুড়ে এমনই 'হেল্প ডেস্ক' চালু করতে চলেছে স্বেচ্ছাসেবী সংগঠন সহজ পাঠ।
দেশে অনেকেই এমন রয়েছেন, যাদের পক্ষে প্রাইভেট টিউশন নেওয়ার মতো ক্ষমতা নেই । সেইসব পড়ুয়াদের জন্যই এই নতুন প্ল্যাটফর্ম জিও এবং সহজ পাঠের ।
সহজ পাঠের পক্ষ থেকে জানানো হয়েছে-
টিচার অন কল”- সম্পূর্ণ বিনামূল্যে উন্নত মানের শিক্ষাগত সহায়তা | এই পরিষেবা পাওয়া যাবে নিম্নলিখিত শ্রেণী ও বিষয়ের জন্য:
শ্রেণী: ৫, ৬, ৭, ৮, ৯ এবং ১০
বিষয়: ১। ভৌত বিজ্ঞান ২। জীবন বিজ্ঞান ৩। অঙ্ক ৪। ইংরেজী
১৮০০ ৮৯০ ৬০০৬ নম্বরে ফোন কর।
ফোন করার সময়: সােমবার থেকে শনিবার : সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৪টে থেকে রাত্রি ৯টা
রবিবার: সকাল ৯টা থেকে রাত্রি ৯টা -
ফোন করার সময় নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ কর: (ক) নথিভুক্তকরণ / রেজিস্ট্রেশন প্রক্রিয়া - - নিজের নাম বল * তুমি যে স্কুলে পড়াে সেই স্কুলের নাম বল * নিজের শ্রেণী নির্বাচন করার জন্য নির্দেশ শুনে ফোনের নির্দিষ্ট বােতাম প্রেস কর পঞ্চম শ্রেনীর জন্য ৫, ষষ্ঠ শ্রেনীর জন্য ৬, সপ্তম শ্রেনীর জন্য ৭, অষ্টম শ্রেনীর জন্য ৮, নবম শ্রেনীর জন্য ৯ ও দশম শ্রেনীর জন্য ০ * নিজের রাজ্যের নাম বল।
নিজের জেলার নাম বল। * তুমি যে নম্বর থেকে সহজপাঠ পরিষেবায় ফোন করেছ সেটি যদি জিও কোম্পানির হয় তাহলে ১ প্রেস কর আর যদি অন্য কোনাে কোম্পানির হয় তাহলে ২ প্রেস কর মনে রেখাে : সহজ পাঠ পরিষেবা পাওয়ার জন্য ছাত্র / ছাত্রীদের নথিভুক্তকরণ বাধ্যতামূলক। সব প্রশ্নের উত্তর সঠিক ভাবে দিলে, ৭২ ঘণ্টার মধ্যে নথিভুক্তকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
নথিভুক্তকরণ সম্পূর্ণ হলে শিক্ষক / শিক্ষিকাদের সঙ্গে কথা বলার জন্য বিষয় নির্বাচন করতে হবে। (খ) বিষয় নির্বাচন প্রক্রিয়া - যে বিষয়ের উপর প্রশ্ন করবে সেই বিষয়টি নির্বাচন করার জন্য নির্দেশ শুনে ফোনের নির্দিষ্ট বােতাম প্রেস কর * ভৌত বিজ্ঞান এর জন্য ১ প্রেস কর ।
* পদার্থ বিদ্যা এর জন্য ১ প্রেস কর ( কেবলমাত্র নবম ও দশম শ্রেণীর জন্য )
* রসায়ন বিদ্যা এর জন্য ২ প্রেস কর ( কেবলমাত্র নবম ও দশম শ্রেণীর জন্য)
* জীবন বিজ্ঞান এর জন্য ২ প্রেস কর।
* অঙ্ক এর জন্য ৩ প্রেস কর।
* ইংরেজি এর জন্য ৪ প্রেস কর।
সঠিক বিষয় নির্বাচন করলে সহজ পাঠ শিক্ষক/ শিক্ষিকারা ছাত্র/ ছাত্রীদের পাঠ্য বিষয়ের উপর প্রশ্নের সমাধান করতে সাহায্য করবেন। নথিভুক্তকরণ প্রক্রিয়াটি ছাত্র/ ছাত্রীদের একবারই করতে হবে। নথিভুক্তকরণ হয়ে গেলে এই পরিষেবা পেতে ছাত্র/ছাত্রীদের শুধু বিষয় নির্বাচন করতে হবে।
Social Plugin