কথা
পিয়ালি হোড়

হঠাৎ করে চুপ হয়ে গেলাম
হৃদপিন্ড টা মুচড়ে দিলো
ভালোবাসার রক্তক্ষরণ চলছে
চুপ...কথা বলা বারণ...
স্থিতপ্রজ্ঞ মুনিষপ্রবর
সতীত্বের প্রদাহ চলছে অহর্নিশ
মেয়েমানুষ...অত কথা কিসের ?
চুপ ...
অশান্তির আগুনে গা সেঁকছি
অনেকটা শীতের রোদ পোহানোর মতো...
বৃন্ত থেকে কুঁড়ি ছিঁড়ে দিয়েছি
ছারখার করার ক্ষমতা আছে
আহা ...শক্তিপ্রদায়ী শুধুই নাকি
নিরন্তর ধর্ষিত হবার জন্যই জন্ম আমার
কবর খুঁড়ছি...
মৃতদেহ পড়ে আছে।


আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222